Community Police Details

গত ২৩ শেষ অক্টোবর সুন্দরবন জেলা পুলিশের অধীনস্থ গোবর্ধনপুর থানার পক্ষ থেকে জনস্বার্থ মূলক " রক্ত দান শিবির" এর আয়োজন করা হল। সর্বমোট ৪৮ জন সাধারণ নাগরিকদের সঙ্গে সঙ্গে ঐ থানার পুলিশ আধিকারিকগন ও প্রবল আগ্রহের সঙ্গে রক্ত দানে অংশগ্রহণ করেন।