Community Police Details

গত ৯ ই ডিসেম্বর মথুরাপুর থানার লালপুর ও সন্তোষনগর এলাকায় এক বিশাল ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট আয়োজিত হল যেখানে মথুরাপুর থানা ভলিবলে runners up হয়। মাননীয় ডি.এস.পি মন্দির বাজার ও সি.আই মন্দির বাজার মহাশয়ের উপস্থিতিতে সামাজিক সচেতনতা মূলক "বোধোদয় " নাটকটি মঞ্চস্থ হয়। এক বিশাল সংখ্যক শ্রোতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং নাটকটি প্রশংসিত করেন। রণের ব্যবস্থাও করা হয়।